তোর দৃষ্টিতে বৃষ্টি ঝড়ে প্রিয়
কার্তিকের রৌদ হাটে আদম্ম হৃদপিন্ডে,
তোর পলকে মাতাল জোয়ার আসে প্রিয়
প্লাবিত হই খুঁনসুঁটে-খঁড়কুঁটো হয়ে।


আমার উজানে তোর জোয়ার ভাটা দিব্যি
আমি নিত্য ভিজি-ভাসি আহত কলরবে,
আমার পালে তোর ঠোঁটের পবন দিব্যি
আমি নিত্য পুলকিত হই বাসন্তি উৎসবে।


ভালোবাসা যে পথবিমুখ
ফিরে তাই অরন্যের সবুজ পায়ে দলিয়ে,
বসতে দাও তবে তারে-শরীর ঘেঁষে
ভিজুক দৃষ্টি-পলকের মিতালীতে।