তোর জন্যে আলোর
মিছিল এসেছে দেখ,
রঙ্গীন শাড়ি হাতে
দাঁত কাঁমড়ে দৌড়চ্ছে সমীরন।


তোর জন্যে খোলা চুলে
গান গাইছে চাতক দেখ,
উপহার সমেত দৃষ্টি
খুলিছে নতুনের আবরন,
তোর বিচ্ছিন্ন দু-চোখ
সেজেছে তাই কিশোরী আহ্বানে।


তোর জন্যে এক কিশোর
জন্ম নেবে ইতিমধ্যেই,
বিদ্যুৎবেগে বলি চড়াবে সে
তোকে ঘেরা পৃথিবীর
সকল বৈরী চুম্বন।


তোর একান্ত স্বাধীনতার লোভে
ধরনীর সকল সিংহাসন
করবে ময়ূরাক্ষীর খামাড়,
তোর বিচ্ছিন্ন দু-ঠোঁট
খুঁজিছে তাই যৌবনা আলিঙ্গন।


তোর লাবন্যের দ্রুতিতে
মৃত্যু হবে উৎসব,
সকল আবেগ হবে
রহস্যের মিনার,
দেহের গন্ধে ক্লান্তি
খুঁজবে বিবাগী নগ্নতা।


ভুলিসনে,
বেনারসী পড়া অবদি
তুই দূর্লভ সিঁড়ি,
অতঃপর তুই
সিঁদুর পড়া দুরন্ত লিফট্।