সৃতির পাড়ায় আজকাল
নতুন কোন ভাড়াটিয়া আসেনা,
রাস্তাগুলোকেও ঝাড়ু দেয়না সুখ।


ল্যাম্পপোষ্টগুলো দখল করেছে আঁধার
স্বস্তির সিঁড়িগুলো ধাপহীন বুড়ো হতে চলেছে,
তাই মহাদেশ ঘুরেও বাঁচার বাহানা পায়নি হিয়া।


অবশেষে চিলেকৌঠায় বসে পড়লো বিকেল
স্বপ্নের গ্লাসে বরফ ঢালবে বলে
রাত্রি হলো পরিপাটি,
আর ঘুম-সে তো নুপুর পায়ে
হেঁটে বেড়ালো সমস্ত মহাকাশ।


জীবনের গল্প এইকরেই
পাতা উল্টোয় বিনা-ব্যাখ্যায়,
প্রলয়ের অপেক্ষায় থাকা বাকীটুকু সময়
জীবনের ষোলআনা হয় কি করে?