আমার একটি সাদা শার্ট চাই
পড়ে ঘুরবো সরল-গরল পথ,
গলির মুখে দাঁড়িয়ে
ভাষন দেব ইতিহাসের,
দ্রোহের মিত্রতার জন্যে
দিব্যি কাটবো জোড়ালো ভাষায়,
বিনিময়ে দিতে পারি,
যতনে রাখা কৃষ্ণবর্না প্রেম।


আমার একটি হলুদ শার্ট চাই
পড়ে ঘুরবো গন্তব্যহীন পথ,
নীলাঞ্জনাদের ভালোবাসাকে
করে দেব সস্তা,
চোখের মাপকাঠিতে
এঁটে দেব সংবিধিবদ্ধ সতর্কীকরন,
লেখাহীন চিঠিই হবে
ভালবাসার একমাত্র মাধ্যম,
বিনিময়ে দিতে পারি,
এক ঝলক বোবা হাসি।


আমার একটি সবুজ শার্ট চাই
পড়ে ঘুরবো নির্জন গহীন পথ,
ঘুরেঘুরে বৃক্ষশিশুদের
টিউশন দেব,
শেখাবো মানুষের চারিত্রিক ভাষা
ওদেরওতো প্রান স্বীকৃতই,
একদিন ওরাও মানুষের মতই
উদার-পাষান হবে,
বিনিময়ে দিতে পারি,
পুষে রাখা নিমর্লতা।


আমার একটি নীল শার্ট চাই
পড়ে ঘুরবো রাত জাগা পথ,
হৃদয়ের লোডশেডিংএ নিস্তার পাবেনা
একাকী বেলকোনির তাকিয়ে থাকা,
ধূসর মেঘের পায়চারি হবে নিত্যসমাধান
আমি শুধু হবো এসব প্রচারনার পোষ্টার,
বিনিময়ে দিতে পারি,
সাদরেপোষা বিশ্বাসী কম্পাস।


ভিক্ষুদের দেওয়া
এক টুকরো লাল কাপড়,
আমার এই দেহযষ্টিকে
আংশিক আবৃত করেছে মাত্র,
বাকি সবটুকুই যে আকরীয়
এবং বিবসন।