কতখানি ভালো হলে চলবে?
কতখানি খারাপ?
কতরাত্রী জেগে থেকে করবে এসব আলাপ!
অষ্টপ্রহর উস্কানিতে সময় পালায় দুষ্টমিতে
আপত্তি নেই-ভালোবাসা নষ্ট হলে হোক!


পরক্ষনেই গুমট মুখে গুটিসুটি হয়ে
পেরেকের মতই নির্বাকে ঢুকে পড়ো তুমি,
কথা কিনে খাও শুকনো ঠোঁটে
বাইকের আলোতে স্নান করো ইচ্ছে মাফিক
ছেঁড়া চামড়াকে আরো ছিঁড়তে চাও কুঁকড়ে উঠে!


কি করে যেন-পাহাড়ে পাহাড়ে প্রেম হয়
সু-জুতোর ফিতের মতন।