নীল আকাশে আজ মেঘের ভেলা
বাতাসের ঠোঁটে আগমনী সুর,
সবুজের বুকে সুখের গল্প লেখে
শরতের মিঠে রোদ্দুর ।  


পাখির ডানায় আশারই বাণী
ভালোবাসার গান গায় নদী,  
প্রজাপতিরা এ ফুল ও ফুল
গড়ে তোলে সমন্বয়ের সন্ধি।


কাশ ফুলেতে সৌন্দর্যরা হাসে
প্রাণ ছুঁয়ে যায় নানা অনুভব,  
শিউলি ছড়ানো পথটি বেয়ে
কাছে আসুক শারদ উৎসব।

ঘাসের আগায় শিশির আদর
ভালোলাগার পরাগ মাখে মন,  
ঢাকের কাঁঠির ছন্দে-তালে  
আগমনী ছুঁয়ে যাক সবার জীবন।