আকাশ জুড়ে তারার মেলা
মেঘের খেলা চাঁদের সাথে ,
মন মেখেছে খুশির রেনু
এমনই এক মিষ্টি রাতে ।


জোনাকি সব জোছনা মাখে
ধ্রুবতারা আঁকে স্বপ্নের ছবি,  
ফুলেরা সব পাপড়ি মেলে
হাওয়াদের করছে অনুভবি।


ছায়াপথ ছুঁয়ে কল্পনা হাঁটে
রূপকথারা বাড়ায় দুটি হাত,
ক্লান্তি ভোলানো শান্তি ছড়ানো
বড়ই আলাপী আজ এই রাত।  


রাত পাখিরা উড়ে ইচ্ছে খুশি ;
শিশিরের গল্প জমে পাতায়,
সব মনখারাপি যাচ্ছে সরে  
ভাসছে জীবন সুখ ঠিকানায়।  


             ****