রাত্রির শিরদাঁড়া বেয়ে শিথিল হচ্ছে ক্লান্তি !
বুদবুদের মতো ভেসে উঠছে চোখে
ফেলে আসা দিনের স্মৃতি আর কিছু
ভুল-ভ্রান্তি ।
জানো, এখন আমি অনেক রাত অবধি
জেগে থাকি !
জেগে থাকি অতন্দ্র প্রহরীদের মতো ।


হতে পারি না ঘুম রাজ্যের বাসিন্দা ।
খুঁজে নিতে পারি না- আগেরই মতো আর
ধ্রুবতারার চোখে চোখ রেখে
এক টুকরো শান্তি ।
ছেঁকে নিতে পারি না - জোছনার জলে
কল্পনার জাল ফেলে এক পশলা সুখের তৃপ্তি ।


এখনো শুধু মাটির পুতুলের মতো
অপলক স্থির দৃষ্টিতে তোমাকেই ভাবি !
মাথার ভেতর হল্লা করে হেঁটে যায়
'তোমাকে পাওয়ার দাবি' নিয়ে
শত শত ভাবনাদের মিছিল।


জানিনা! তোমার অভিমানের
জমাট বাঁধা বরফ গলবে কবে ?
ছড়াবে কবে আবার তুমি আলোর দীপ্তি?


.