আজ আর তোমার ঠোঁটের সাম্রাজ্যে
আমি কোনও উষ্ণতার সম্রাট নই ।  
যে তোমায় সব রকম সোহাগের
মনি মুক্তোয় ভরিয়ে দেবে...  


আজ আর তোমার বুকের বন্দরে
আমি কোনও বিলাসী বাতাস নই ।  
যে তোমায় সারাদিন সারাক্ষণ
শুনিয়ে যাবে সবুজ সুখের গল্প...


আজ আর তোমার চুলের অরণ্যে
আমি কোনও গান গাওয়া পাখি নই,  
যে তোমায় প্রেমের গান শুনিয়ে
নিয়ে যাবে রূপকথার দেশে...  


কিংবা তোমার চোখের চিলেকোঠায়
আজ আর আমি কোনও বিকেলও নই,
যে তোমার পিঠের উপত্যকা বেয়ে
এঁকে যাবে চিলতে রোদের আলপনা...


আজ আমি শুধুই স্মৃতির একটা সাগর,  
আর তুমি অনেক অনেকে দূরের আকাশ !
যেখান থেকে গভীর রাতে  নেমে আসে  
তোমার কান্নার বৃষ্টি; আর ব্যথার কুয়াশা।


অথচ আমি দূরত্বের যন্ত্রণা নিয়ে সে সব
সঞ্চয় করে রাখি বুকের মধ্যিখানে...  


            *****