ছিঁড়ে পড়তেই পারে বিদ্যুতের তার
ভেঙে পড়তেই পারে ফ্লাই-ওভার
লোক মরতেই পারে শতক-হাজার ।
চিন্তা কি? মাথা পিছু লাখ দুই না হয়
দিয়ে দেবো আগের মতো আবার।


বাস দুর্ঘটনা ঘটতেই পারে বেহাল রাস্তায়
নৌকা ডুবতেই পারে মাঝ গঙ্গায়
খুন-জখম হতেই পারে চাঁদার বচসায়।
চিন্তা কি? দু-একটা মিডিয়াকে কিনে নিলেই
সব কিছু সামলে নেওয়া যায় হামেশায়।


গাফিলতিতে মরতেই পারে রোগী হাসপাতালে
পড়ুয়ারা অসুস্থ হতেই পারে মিডেমিল-এ
আগুন লাগতেই পারে শপিং-মলে।
চিন্তা কি? কাঁদানে গ্যাস লাঠি মেরে;
সব কটা'কে তাড়িয়ে দেবো প্রতিবাদী হলে।


খুন-ধর্ষণ হতেই পারে দিন-দুপুরে
মদ-জুয়ার ঠেক বসতেই পারে পথের মোড়ে।
বাঁধ ভাঙতেই পারে জলের তোড়ে
চিন্তা কি? বিপন্নদের পাশে আছি বলে
কিছু সেলফি ছড়িয়ে দেবো ফেসবুক টুইটারে।


হতেই পারেপরীক্ষার প্রশ্নপত্রও  ফাঁস
চারিপাশে চলতেই পারে নীরব সন্ত্রাস
পিতার কাঁধে উঠতেই পারে সন্তানের লাশ।
চিন্তা কি? শিল্প-টিল্প না হয় নাই বা হলো
সমাজ জমিনে চলছে ভালো দুর্নীতির চাষ।


মূল্যবোধের -টুল্যবোধ চুলোয় যাক সব
অমানবিকতার সাথে বেঁধেছি আজ সংস্রব।
তোমরা শুধু মনে রেখো এটাই বাণী-
তুমি কিছু দেখনি- কিছু শোনোনি !
কাঠের পুতুলের মতো থেকো শুধুই নীরব।