বাইরে তোমার আলোকিত রূপ!    
তবু ভেতরের আঁধারটা বেশ পুরু,  
ধর্মের পোশাক গায়ে জড়ালে কি আর-    
হয়ে ওঠা যায়; সত্যি কারের ধর্মগুরু ?    


তোমার দু'ঠোঁট বেয়ে নামে ধর্ম-বাণী    
দুটি হাত ছুঁয়ে নানান ফুলের গন্ধ,
কিন্তু তোমার দৃষ্টি যে পাঁকেই পোঁতা      
সারাক্ষণ মন খোঁজে কামনার ছন্দ।  


দিনের বেলায় সাধ্বী সেজে থাকে যারা  
রাতে তাদেরই লুটপাট করো ঊরু!  
আরও কত চালাবে যৌনতার খেলা?    
নৈতিকতাকে করবে বিবস্ত্র বেআবরু?  

প্রতিবাদ করলেই পিস্তল দেখাও  
লোপাট করতে চাও সকল প্রমাণ,  
যতই থাক তোমার অর্থবল ভক্তদল  
জেনও আইন কিন্তু সবার জন্য সমান।  


খুন করলে খুনি তুমি ;ধর্ষণে ধর্ষক!  
অপরাধ করলে শাস্তি তো পেতেই হবে    
হও না যতই বড় ধর্মের সাধক।


।>>>>>>>a<<<<<<।