এই তো সেদিন উটের গলার মতো
বাঁকা পথের ধারে দেখা হলো;  
          কথা হলো
     হাসি-ঠাট্টাও হলো।  
শুধু হলো না আর আগের মতো
তোর ঠোঁটের পাপড়িতে
   উষ্ণতার উপপাদ্য লেখা।  
কিংবা তোর হাতের শিকড় ছুঁয়ে  
বুঝে নেওয়া প্রেমের পাটিগণিত।


এখন যে তুই জটিল সম্পাদ্যের  
কাঁটা-কম্পাসের বৃত্তে বন্দি;
তোর জীবন গণিতের শিক্ষক
      এখন যে অন্য কেউ।


         ********