লালবাতি এলাকার কোনো এক ফোকর বেয়ে একদিন
উগ্র রাত্রির নগ্নতাকে পিছু ফেলে পালিয়ে এসেছিলো
বন্দিনী এক টুকরো যুবতী বাতাস...

বুকে ছিলো কিছু আশার ধুলো কণা!

বাঁচবে অত্মমর্যাদার নিঃশ্বাস নিয়ে আর পাঁচ
বাতাসের মতো সাবলীল ভাবে;
ছুটবে
খেলবে
জীবন সাজাবে নিজেরই মতন।
সময়ের প্রতিটি সবুজ পাতায় রাখবে
তার নতুন করে বাঁচার স্বতঃস্ফূর্ত সুখের স্বাক্ষর।

কিন্তু হায় !
কিছু আন্তরিকতাহীন সামাজিক রোদ
তাকে দিলো না বাঁচার উষ্ণতা ।
অপমানের ঠোঁটে ঠুকরে ঠুকরে
কটাক্ষের কাদা ছিটালো তার গায়।

দেখিয়ে দিলো চির আঁধারের এক দেশ।

                
            *****