ফাগুন আছে তোমার চোখে
আগুন আছে স্পর্শতায়,
অনেকটা পাগল হতে পারি আমি
তোমার মিষ্টি হাসির স্নিগ্ধতায়  


জোছনা আছে তোমার মনে
কণ্ঠে আছে পাখিদের শিস,
তুমি চাইলেই দিতে পারি আমি
ছোট বড় কিছু খুশির ইলিশ।

শাড়ীতে তোমায় মানায় বেশ  
লাগে যেন পূর্ণিমার চাঁদ,
তুমি চাইলেই করতে পারি আমি
তোমার মনের ভাষাদের অনুবাদ।

তুমি আমি এখন অনেকটা দূরে!  
তবু ভাসিয়ে দিলাম প্রেমেরই তরী,  
তুমি শুধু একটিবার কাছে এসো
আমি সে খেয়ার মাঝি হতে পারি।  


বাড়িয়ে রেখেছি হাতটা আমার  
তোমারই দিকে আজ প্রত্যয়ী সুরে,  
তুমি চাইলেই রাঙাতে পারি আমি  
জীবনটা কে আবার নতুন করে ।