চারিপাশে আজ শুধুই বালির চড়া
হৃদয় তট থেকে সরে গেছে সফেন সুখ।
পড়ে আছে অপেক্ষার ভাঙা দাঁড়
সাথে আরও কিছু ধূসর স্মৃতির ঝিনুক।
দুচোখের কাঁচেও জমছে বাষ্প-কণা
অস্থিরতায় ভাঙছে পাঁজর বুক !
জানিনা অভিমান গুলো হলুদ হবে কবে ?
ঝরবে কবে ভুল বোঝাবুঝির কিংশুক ।



কিছু কিছু স্মৃতি আজও করে
ধু ধু শূন্যতার শূন্যস্থান পূরণ;
কিছু কিছু প্রীতি আজও লেখে
চোখের পাতায় কান্নার ব্যাকরণ।



রাত্রি অনেক গভীর হলে স্মৃতিরা ছুঁড়ে
দুটি চোখের উপর নোনা জলের দানা;
প্রিয় কিছু নাম্বার ফোনেই সেভ থাকে
আগের মতো আর ফোনকল আসে না।



সব রঙ ফিকে হয়েছে; জোনাকি আলোই শেষ সম্বল,
রাত জাগা দু'চোখ শিখছে তবু কান্না লুকানোর কৌশল।



ক্লান্তির কাঁধে ঘুমিয়ে যায় যখন দিনের ব্যস্ততারা;
দুটি চোখে তখন শুধুই ভিড় করে প্রিয় কিছু চাঁদ তারা।