কার আছে সময় ? কে রাখে আর কার খোঁজ!
মনের জমানো কথা গুলো ফসিল হয় রোজ রোজ।


কার আছে সময়? কে আর বলে-ভাল আছো তো!
একলা সময় যায় বয়ে যায় নীরব কোনো অশ্রুর মতো।


কার আছে সময়? কে আর ডাকে- চলে এসো কাছে!
ব্যথারা বুকে শাখা-প্রশাখা মেলে আরো দীর্ঘদিন বাঁচে।


কার আছে সময়? কে আর হাঁটে দূরের ছায়াপথ ধরে!
জীবন এখন আত্মকেন্দ্রিক; যে যার নিজের বৃত্তেই ঘোরে।