কিছু কথা গুটিয়ে আছে স্প্রিং-এর মতো
কিছু কথার ফুরিয়ে গেছে মেয়াদ,
তবু তোমারই কথা মনে পড়ে; যখন ওঠে
নারিকেলের ভাঙা মালার মতো শুভ্র চাঁদ।

কিছু অভিমান ছড়িয়ে আছে মেঘের মতো
কিছু অভিমানের ভেঙে গেছে শির,
তবু তোমাকেই ভালো লাগে; যখন দেখি
পাতার ঠোঁটে ভোরের গল্প লেখে শিশির।

কিছু স্বপ্ন জড়িয়ে আছে সবুজ লতার মতো
কিছু স্বপ্নের পাতা হয়ে গেছে হলুদ;
তবু তোমাকেই খুঁজে বেড়াই;যখন বুকে
আগুন খোঁজে ভালোবাসার বারুদ।


         ********