তোর দু'ডানা মেলা ভ্রুতে  
কাব্যিক হলাম শুরুতে ।

তোর মার্জিন টানা চোখে
কবিতার লাইন শুয়ে থাকে।

তোর আপেল রাঙা গালে
সৌন্দর্য সুখের পাল তোলে ।  

তোর কোকিল ভরা কণ্ঠে  
সব সুর যেন অমৃত হয়ে ওঠে ।    

তোর মেঘলা ঘন চুলে
ইচ্ছেগুলো ছন্দের মতো দুলে ।    

তোর অল্প একটু আদরে  
আমিও প্রেমিক হই বারে বারে ।