জোছনা আঁকে খুশির আলপনা
      আজ মেঘের শরীরে,  
মোহনা লেখে নতুনের ঠিকানা
     আজ নদীর জোয়ারে।
কাল্পনা শুধুই তোমার জল্পনা
     নিয়ে ডুবছে যে এ হৃদয় গভীরে...
                  ও প্রিয়া ও প্রিয়া
            আজ তুমি এসো কাছে চুপি চুপি করে,
                     মনটা যে শুধুই
             ভালোবাসায় ভাসাতে চায় তোমারে।।


বেগানা যতো নীল স্বপ্ন কণা
     পূর্ণতায় উঠবে জ্বলে,
যন্ত্রণা খুঁজে পাবে যে সান্ত্বনা  
   প্রেম আদর দেবো ঢেলে।
দাও না মুছে দূরত্বের সীমানা
     আজ রামধনু রাঙা এ মিলনের সুরে ...
                  ও প্রিয়া ও প্রিয়া
           আজ তুমি এসো কাছে চুপি চুপি করে,
                      মনটা যে শুধুই
             ভালোবাসায় ভাসাতে চায় তোমারে।।


চেনা জানা ইচ্ছেরা মেলেছে ডানা
        রঙিন অনুভব মেখে,  
না গোনা তোমার যতো মিঠে বাহানা
        আজ পূরণ করবো সুখে।
অনন্যা তুমি, তুমিই তো আমার সম্পূর্ণা
          প্রার্থণায় যে তোমায় খুঁজি বারেবারে ...
                      ও প্রিয়া ও প্রিয়া
           আজ তুমি এসো কাছে চুপি চুপি করে,
                      মনটা যে শুধুই
             ভালোবাসায় ভাসাতে চায় তোমারে।।


                              ****