.                আমরা কাঁদি না আর
আমরা জেনে গেছি আমাদের চোখের জলে বদলাবে না দুঃখের দিন।
খুব খিদে পেলে পেটে যখন খুদার আগুন জ্বলে ওঠে তখন খাওয়ারের
দোকান গুলোর সামনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি,যদি
তাদের করুণার জল একটু ছিটকে আসে ...


              আমরা কাঁদি না আর
আমরা বুঝে গেছি আমাদের চোখের জল সমাজের কাছে বৃথা মূল্যহীন।
কনকনে শীতের রাতে যখন ফড়িং এর ডানার মতন কাঁপি তখন বড়
গাছ গুলোর ফোকরে গুটিশুটি মেরে নিঃস্পলকে অপেক্ষা করি  
ভোরের নতুন সূর্যের একটু উত্তাপের ...


               আমরা কাঁদি না আর
আমরা জেনে গেছি আমাদের চোখের জলে ভিজবে না ধনী বিবেকের সাকিন।
কাক ভোরে উঠে তাই ইট ভাটায় ইট বইছি আমরা, কখনো আবর্জনা সাফ  
করছি, কখনো বোতল প্লাস্টিক কুড়চ্ছি, বিক্রি করছি ভুখা পেটে
এক টুকরো শুখা রুটি জুটাতে ...


              আমরা কাঁদি না আর
আমরা বুঝে গেছি আমাদের চোখের জল দেখবে না ব্যস্ত মানুষেরা কোন দিন।
অভাবের কামড় খেয়ে, ক্ষুধার জ্বালা সয়ে, ফুটপাতের ধুলো বালিতে শরীর  
ঢেলে দূর্বা ঘাসের মতন দলিত হতে হতে আমাদের হতে হবে সবুজ,
শিখতে হবে টিকে থাকার কৌশল ...


                         *****