বৃষ্টি ভেজা তোমার হাসি
মেটায় মনের সব পিয়াসি

পলাশ রাঙা তোমার দু ঠোঁট
দিচ্ছে বুকে ইচ্ছে ঝাপট

প্রেম ভরা তোমার দু চোখ
প্রাণের মাঝে ছড়ায় আলোক

স্বপ্ন সবুজ তোমার প্রাণ
হৃদয়ে জাগায় সুখেরই গান

বসন্ত জড়ানো তোমার হাত
ছুঁয়ে দাও! রঙিন হবে ধূসর বরাত ......  

                 ****