.       অনেক তো হলও মৌনতার মূল দিয়ে স্মৃতির শোষণ,  
    এবার একটু প্রেম মুখরতার আমন্ত্রণ গ্রহণ করো ও সবুজ মেয়ে।
দ্বিধা বোধের সব পাহাড় এবার সাহসিকতার জলের তলায় ডুবিয়ে
  তোমার বসন্ত জড়ানো খুশির হাত'টা বাড়াও আমার দিকে,
     আমি যে অপেক্ষারত তোমায় উষ্ণ ভালোবাসার পরশ দেবো বলে।
  চোখ মেলে দেখো এ সবুজ প্রকৃতি আজ কেমন মাতাল বেপরোয়া,  
      তোমার হাওয়ায় ওড়া অবাধ্য চুলের মতন কেমন উন্মনা,
   মেঘ রোদ্দুরের যুগল আনন্দের আহ্লাদে কেমন আবেগী।  
তুমিও এ মুখরতার আনন্দে  সেজে আজ ওঠো নিজের মতন  
        ঠোঁটে ছড়াও পলাশ রঙ, ছড়াও শীতল সিক্ত হাসি,
           চোখে জাগাও রক্তিম স্বপ্নের প্রভা,          
                        আর
  ধুয়ে নাও সকল অভিমান ক্লান্তি আজ এই আকাশ
          ছোঁড়া প্রেম জলে শরীর ভিজিয়ে...........


                   ******