.
                 ১
কিছু স্মৃতির নুড়ি পাথর কুড়াতে কুড়াতে
  হেঁটে চলেছি নীরবতার পাড় ধরে,
              শুধু তুমি
মুখরতার তরী বেয়ে ফিরে আসবে বলে ...

                   ২
  ঘুম হারা দুটি চোখে আজ জল টলমল,
বাড়াবে কী ও চাঁদ তোমার জোছনা আঁচল?  

                   ৩
আজ তুমি অনেক দুরে, রাখো না আর আমার খোঁজ;  
এ মনের কথারা জমে জমে ফসিল হয় রোজ রোজ।  

                   ৪
নদীর পাড়ে যারাই বাস করে তারাই ভালো করে বোঝে
       বর্ষা নদীর ঢেউ কোন গান গায়
          ভালোবাসার নাকি ভাঙনের ...

                *****