যে ভাবে তুমি আপন করো সকল কে
সে ভাবে আমি ভালোবাসি সকাল কে...

যে ভাবে তুমি হাসি ছড়িয়ে রাখ দুটি ঠোঁটের উপরে
সে ভাবে আমি মনকে ছড়িয়ে রাখি প্রকৃতির ভেতরে ...

যে ভাবে তুমি আড়াল কর কান্না কে
সে ভাবে আমি আড়াল করি ঝড় কে...

যে ভাবে তুমি রেগে যাও ছোট্ট কোন ভুলের কারণে
সে ভাবে আমি রেঙে যাই ছোট্ট পাখিদের আলাপনে...

যে ভাবে তুমি রঙিন স্বপ্ন দ্যাখ  দু'চোখে
সে ভাবে আমি দেখি সোনালি চাঁদটা কে...

যে ভাবে তুমি মনকে করে রাখ খুশিতে শুধুই রঙিন
সে ভাবে আমি রঙিন থাকি প্রকৃতির প্রেমে প্রতিদিন...

               ********