উপসংহার'টা না হয় তোমরাই লেখো
আমার গোধূলি বেলায় এক মুঠো কান্না ধোয়া বালির উপর।  
ছড়িয়ে দিও তোমরাই না হয় একবার সামনে এসে
আমার নিশ্চুপ চোখের পাতায় অতীতের বাসি স্মৃতির ফুল।
দিনের শেষে তুলসী তলায় সন্ধ্যাপ্রদীপ জ্বালার মতো
তোমরাই না হয় যত্ন করে এসে জ্বালিয়ে দিয়ে যেও
তোমাদের শেষ আলাপনের সেঁজুতি আমার প্রাণে।
কতটা চিনতে পেরেছি
কতটা ভালোবাসতে পেরেছি
কতটা মর্যাদা করতে পেরেছি তোমাদের জানিনা।
তবে জেনো এ কাঙালের হৃদয় পঞ্জিকাতে  
কোন মলিনতা ছিলও না
ছিলও না কোন হিসেব-নিকেশও,    
শুধু ছিলও বন্ধুর মতো পাশে থাকার এক অঙ্গীকার ...

               *******