তোকে নিয়েই বাঁধতে চেয়ে ছিলাম
     এক রামধনু সুখেরই ঘর,
বুঝিনি তুই এভাবে পড়ন্ত বিকেলেই
      হয়ে যাবি বৈশাখী ঝড়।


তোকে নিয়েই সাজাতে চেয়ে ছিলাম
     আমার এ মনের চরাচর,  
বুঝিনি তুই শুধুই আহত করবি; ছুঁড়ে
   অপমান অভিযোগের পাথর।


তোকে নিয়েই হতে চেয়ে ছিলাম
     দূর আকাশের বুকে খেচর,
বুঝিনি তুই সে আকাশে মেঘ হয়ে
    বিছিয়ে দিবি যন্ত্রণার চাদর।


তোকে নিয়েই লিখতে চেয়ে ছিলাম
     প্রেমের অন্তরা বুকের উপর,  
বুঝিনি তুই সে ইচ্ছে গুলোকে  দিবি
     প্রাণের মাটিতে এভাবে কবর।  


তোকে নিয়েই পাড়ি দিতে চেয়ে ছিলাম
       এ জীবনেরই অথৈ সাগর,  
বুঝিনি তুই সব সম্পর্কেরই শিকল ছিঁড়ে
      ভেঙে দিবি রাঙা স্বপ্নের ভড়।


          
               *****