ঘুটঘুটে অন্ধকারে আজ আর শোনা যায় না ঘুৎকার,  
খোলা বাতাসে শুধুই ভেসে বেড়ায় অবৈধ শীৎকার ।  


ফুটফুটে সকালে আজ আর রঙিন হয় না আকাশ,
বাড়ির উঠোনে পড়ে থাকে প্রিয় জনের রক্তাক্ত লাশ।


নির্জন দুপুরে আজ আর গৃহস্থের হয় না একটুও ঘুম,
দরজায় এসে কড়া নাড়ে তোলাবাজীদেরই হুকুম ।


পড়ন্ত বিকেলে আজ আর মনটা হয় না একটুও উদাস,  
কান্না জড়ানো হাহাকারের করুণ সুরে ভরেছে চারিপাশ।  


              
                    **********