টানা সাতদিন দড়ি-ছেঁড়া বৃষ্টি।  
পথ-ঘাট সব চুপ করে ঘুমিয়ে গেছে জলের তলায়।
                     কিন্তু
পথ আঁকড়ে যারা পথের উপর ঘুমাতো  
   তারা আজ সব কোথায় গেলো ?


   চারিদিকে তাদের কেউ কোথাও নেই।  


কেউ কেউ বলে ওরা নাকি এ এলাকা ছেড়ে  
রাতেই  ঐ পশ্চিমের দিকে চলে গেছে ...  
     একটু খাবারের খোঁজে
      একটু সুস্থ নিঃশ্বাসের খোঁজে
          একটু সুখের খোঁজে ।  
কেউ বা বলে ওরা নাকি তাদের চামড়ায়  
  পেরেক ফোটানো বৃষ্টি'র আঘাত নিয়েই  
     দূরের রেল স্টেশনের দিকে চলে গেছে ...
        একটু আগুনের খোঁজে
       একটু শুকনো বস্ত্রের খোঁজে
          একটু আশ্রয়ের খোঁজে ।  


তবে কেউ সঠিক করে বলতে পারলো না তারা কোথায়।
   শুধু যারাই সে মানুষ গুলোর খোঁজে
        বেরিয়ে ছিলো খাবার সাথে নিয়ে
             শুধু তারাই বলল-
      আসলে ওরা কোথাও যাই নি
     যাওয়ার চেষ্টা করে ছিলো শুধুমাত্র ।  
                পারে নি !
নদী উপচে পড়া জলধারার স্রোতের উপর
      ওরাও ক্লান্ত হয়ে  ঘুমিয়ে পড়েছে !
                 ঘুমিয়ে পড়েছে !
      ঘুমিয়ে পড়েছে শুধু প্রাণহীন হয়ে ।  


                    **********