আজকাল সকাল হতে না হতেই
কবির দু'হাত মেলা কবিতার খাতা উপর
রোজই এসে পড়ে নিরিহ লাশের মাথা।  
রক্তে ভিজে একাকার হয়ে যায় সকল অনুভব!
সপসপে শব্দেরা গোঁ গোঁ করেতে করতে তখন
ফেটে পাড়ে অনিয়ন্ত্রিত ক্ষোভে অপরাধী গুলোর প্রতি।  
আগুন মাখতে চায় তাদের সারা শরীরে।  


শুধু কবি তখন সে রক্ত ভেজা খাতার উপর
প্রতিবাদের বীজ বুনে যত্ন করে,কলমের লাঙল চষে।  
যে বীজ একদিন নিখিল বিশ্ব চেতনার আকাশের দিকে
  মাথা তুলে দাঁড়াবে বৃক্ষ হয়ে -এই আশায় ।
যে বৃক্ষ একদিন সমস্ত বর্বরতার ঝড়ের সাথে
মোকাবিলা করে ছড়িয়ে দেবে
শান্তির ডালপালায় সাম্যতার সবুজ পাতা!  
                 - এই প্রত্যাশায় ।


         ************