বুঝলে গিন্নি মাথার ভেতর ভাবনা ভীষণ    
মেয়েটা হচ্ছে বড়,
চারিপাশে যা যা ঘটছে; সবই তো জানও    
তুমিও বই- কাগজ তো পড়।  

মাথার উপর সৌখিন ছাদ, ঝুল বারান্দা
রয়েছে তো সব এ ঘরে;  
বুঝলে গিন্নি তবুও রাতে ঘুম আসেনা
মেয়েটার কথাই চিন্তা করে।  

হিংস্র শ্বাপদ মোড়ের বাঁকে বাঁকে
আজ গ্রাস করছে শহর,  
দারুণ রকম ভয় হয়; কোন দিন না    
মেয়েটারই উপর পড়ে কুনজর।    

চা'টা ঠাণ্ডা হয়ে গেলো- খেয়ে নাও!    
তোমার সবেই চিন্তা করা স্বভাব,  
না গো গিন্নি; বিশ্বাস করো তুমি -        
এ শহরে বড়ই নিরাপত্তার অভাব!!


========***========