মাথার ভেতর। আজ নিরন্তর। ঘুরছে হাজার চিন্তার চরকি।
কেমন আছ ? কোথায় আছ ? তুমি এখন করছই বা কি?

জানতে যে চায়। হৃদয়টা হায় ! আর কতদিন রাখবে দূরত্ব।
বাড়ছে মনে। খুব গোপনে। মন খারাপির নানান গর্ত।

জানলার পাশে। আছি বসে। দূর আকাশটা চৌকো।
চেনা সুরে। মন সায়রে। ভাসছে তোমার স্মৃতির নৌকো।

আমার জীবন। একলা এখন। তোমায় ছাড়া খুব ঘোলাটে।
এলোমেলো। বিকেল গুলো। আচ্ছা! এখন তোমার কেমন কাটে?

স্বপ্ন আঁকা। চাঁদনি মাখা। রাত গুলো কি আপন করে?
দু-এক পাতা। গল্প-কবিতা। এখনো কি লেখ আমার তরে?

রোদ ঝলমল। শান্ত কোমল । সেই নদীটা তোমার মনে পড়ে?
যারই পাড়ে। হাতটি ধরে। হেঁটেছিলাম এক পা দু পা করে।

চোখের উপর জল নেমেছে! তবু ইচ্ছে বুকে হরেক রকম।
তোমার ছোঁয়ায়। মনের শাখায়। আবার ফুটবে সুখের কদম।

অভিমান কি! কঠিন নাকি। জানি, সেও যাবে কর্পূরের মত উবে।
গুমরে মরি। তবু অপেক্ষা করি। তুমি আসবে মাতবো প্রেম উৎসবে।    

               ××××××××××××××