দু ছক্কা পাঞ্জা'র আনন্দ নিয়ে
যখনই ঘর গুনে গুনে লুডোর ঘুঁটি চেলেছি;
পড়েছি সাপের মুখে।
আর নেমে গেছি অনেক অনেক নিচে।
.
তবুও পরের চাল চেলে
মই আঁকড়ে উপরে উঠি।
উপরে আরও অজস্র সাপ
ফণা তুলে বসে থাকে।
ছোবল মারে।
আবারও নিচে পড়ে যাই।
.
অথচ এই ওঠা নামার খেলা খেলতে খেলতে
সাপদের ফণা এড়িয়ে এড়িয়ে
সবাই এগিয়ে চলছি একশোর ঘরের দিকে।
.
যে ঘরের ওপারে বিরাজ করে আছে
চির-স্বস্তি! চির-মুক্তি! চির-শান্তি!  


        
             ******