বন্দুকের নলে ফুটো হয় বুক
ছুরির ডগায় বাঁচে হিংস্রতা,  
যতই করো প্রাণের  শ্বাসরোধ
মরে না কখনও আদর্শতা।    


এক প্রতিবাদ হত্যা হলে
জেগে উঠবেই হাজারও ঝড়,            
শাসানি চোখ রাঙানি তুচ্ছ করে  
বেরিয়ে আসবেই মুক্ত কণ্ঠস্বর।      


রক্তের চাদরে শুইয়ে দাও যতই  
কুচি কুচি করে কেটে মূল্যবোধ,
ছোটো ছোটো বিদ্রোহের পাথর
জমাট বেঁধে গড়বেই প্রতিরোধ ।
  
ভীরুতার ভীত ভেঙে পড়ুক আজ
সাহসিকতায় ভরুক চারিপাশ,  
আমাদের মাটি! আমাদের কলম  
সত্যের ফসল ফলাক বারোমাস।


             *******