উড়ে গেলি তুই পাখি হয়ে ; ফেলে গেলি স্মৃতির পালক অন্তরে,
তোকে না বলা অনেক কথারা এখনো মজুত হৃদয়ের হিমঘরে।


ছুঁড়ে দিলি তুই ব্যথার পাথর; সব স্বপ্নরা গেলো ভেঙে-চূড়ে,
তোর বুকে থাকুক বসন্ত হাওয়া; আমার বুকে না হয় উত্তুরে।


পুড়ে দিলি তুই ঘৃণার আগুনে; আমার ভালবাসার ছোট্ট কুঁড়ে,
তবুও তোকেই ভালবাসার তরে; আশার বীজ পুঁতেছি মনটা খুঁড়ে।


মুড়ে দিলি তুই সব সুখের শরীর ব্যথার মোড়কে; বিষণ্ণতার সুরে,
ফিরে যদি আসিস কখনো ; এ মন ভরে যাবে আবারও রোদ্দুরে ।



             *******************