সেই সময়টি মনে করো,
যখন তুমি বলেছিলে আর না খেয়ে থাকবে না।
আমি, কথাটি রাখিনি; বরং নিজেকে কষ্ট দিয়ে তোমাকে অবজ্ঞা করেছিলাম।
সেই উপেক্ষায় তুমি আমাকে ছেড়ে চলে যাবে, ভেবেছিলাম;
কিন্তু তুমি তা করোনি।


সেই সময়টি স্বরণ করো,
যখন তুমি এসে অপেক্ষা করেছিলে আমার জন্য।
কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম তুমি এসেছিলে।
আমার কর্মকাণ্ডে আমাকে ঘৃণা করবে, ভেবেছিলাম;
কিন্তু তুমি তা করোনি।


সেই মুহুর্তটি খেয়াল করো,
যখন আমি ছলনা করতাম অন্য ললনাদের সাথে;
শুধু তোমাকে ঈর্শান্বিত করতে।
তখনই আমাকে মন থেকে মুছে দেবে, ভেবেছিলাম;
কিন্তু তুমি তা করোনি।


এতো অবহেলার পরও,
তুমি চাইতে আমার সাথে থাকতে।
চেষ্টা করতে আমাকে খুশি রাখতে।
সব শেষে আমাকে ভালবাসতে।


কিন্তু আমি এতোই নির্বোধ যে, একবারের জন্যেও বুঝিনি;
পরতালের মাত্রা হয়ে যাচ্ছে বেশি।
আর যখন পারলাম বুঝতে, তখন তুমি ধরাছোঁয়ার ঊর্ধ্বে।
তবুও আশায় ছিলাম আবার আসবে ফিরে এই মনের গহীনে।
কিন্তু আফসোস, তুমি তা করোনি।