অনুভূতিগুলো, যা ছিলো এক সময় গহীন নিভৃতে
স্ফুরিত সেটি এখন তোমার নিকট
দিনগুলি যা ছিলো এক সময় জটিকাপূর্ণ
তাই আজ টানটান রক্তিম প্রকট।


মুহুর্তগুলো যা ছিলো এক সময় একাকিত্বের,
এখন সেগুলোই পরিতোষে পরিপূর্ণ।
সবকিছুই যা রাখতো আমায় কেবল নিঃসঙ্গ,
তোমার আগমনে সেই সামগ্রীগুলো এখন চূর্ণ-বিচূর্ণ।


সেই রাতগুলি যা একদা ছিলো শুধুই শীতল,
এখন সেটাই স্বাচ্ছন্দ্য আর প্রাণবন্ত।
আশঙ্কাগুলি, যা ছিলো আমার জীবনের বাস্তবতা,
পলায়ন ঘটেছে তার, উদাহরণ জলজ্যান্ত।


হৃৎপিণ্ডটি, যা ছিলো এক সময় ছিন্নভিন্ন
পরিশেষে সেটি এখন অনেক বেশী সংশোধিত।
একজন মানব, যে ছিলো পুরোই একাকী।
আজ সেই মানুষটি পরম পরিশোধিত।


সেই স্বপ্নগুলো, যা আমার থেকে ছিলো বিস্তর দূরে।
এখন সকলই হাতের নাগালে, সত্যিতে হলো পরিণত।
ভালোবাসা, যা ছিলো আমার সমীপে হয়ে অধরা;
সবই আছে এখন আমার, আর এই মনে তুমিই চির সত্য।