যদি কভু এই ভূখণ্ডের সকল বৃক্ষ
একে একে হয়ে যায় বিলীন, অথবা
মহাসমুদ্রের অতলে ডুবে যায়,
যদি অক্সিজেন এর অভাবে পৃথিবীর সব
প্রাণীকুল ধুঁকে ধুঁকে নিঃশেষ হয়ে যায়
আমার মন বলে,
তাতে আমার কোন কিছুই যায় আসে না, বা করার নেই ।


যদি কভু সমুদ্রের লোনা জল
নদীর পানির সাথে যায় মিশে, অথবা
সব পানি মিলে হয় সাবান ফ্যানার ন্যায়
যদি বিশুদ্ধ পানির জন্য ধরণীর
সমস্ত প্রাণীকুল অসহ্য যন্ত্রণায় কাতরায়
আমার মন বলে,
তাতে আমার কোন কিছুই যায় আসে না, বা করার নেই ।


যদি কভু এই শহরের প্রতিটি কর্নার
বিকট- কর্কশ ধ্বনিতে মুখরিত হয়, অথবা
এই আওয়াজের তীব্রতা মাত্রার সীমা হারিয়ে যায়
যদি নিরবতার সন্ধানে মানুষ দিক-বিদিক ছুটে
একে একে শহর থেকে বেরিয়ে বনে হারায়
আমার মন বলে,
তাতে আমার কোন কিছুই যায় আসে না, বা করার নেই ।


যদি কখনো চন্দ্র তার জ্যোৎস্না না ছড়ায়
সূর্যটাও অলস হয়ে জ্যোতি না বিলায়
মন বলে, তাতেও আমার  কোন কিছুই করার নেই
কেননা, আমি মানুষ
স্রষ্টার খেলার কাছে আমার কোন ক্ষমতাই নাই
আর তার নিকট আমি এতটা অসহায় ।