কতটা আঘাতে তাদের জীবন যাপন
ভাঙা প্রভাতে যাদের অসহায় ক্রন্দন।
বিধ্বংসী স্রোত তাণ্ডবলীলায়,
যারা হারালো শেষ সম্বল
সৃষ্টি নিশানার করুণ বাধ্যতা
বাঁধালো তাদের মাঝে গণ্ডগোল ।


যে শুকনো মাটিতে শুয়ে দেখেছিলো স্বপন
সেটিই আজ সিক্ত, যায়নি ঠেকানো ভাঙন ।
দৃশ্যমান শিশির বিন্দু যা জন্মেছিলো সবুজ ঘাসে
তৃণলতা ফড়িং উড়ে উড়ে খেলা করতো যাতে,
ধ্বংসলীলার করুণ সুর ঘণ্টা বেজে উঠাতে
সব কিছুই আজ মলিন স্মৃতি বিষাদের ছায়াতে ।


ওরা অসহায়, ওরা ক্ষুধার্ত
যাদের পরিচয় এখন বন্যার্ত
চারপাশ ভর্তি যাদের ধ্বংসস্তূপে
সহযোগিতা চায় তারা যথার্থ ।


তাদের প্রয়োজন আমাদের বাড়ানো হাত
প্রয়োজন তাদের জন্য আমাদের সমর্থন
মিলেমিশে সবাই এগিয়ে দিই সাহায্যের হাত
করতে তাদের অসহনীয় দুঃখ বিমোচন ।