সর্বাধিক উচ্চারিত শব্দের নাম প্রেম
ততোধিক তা অনুভবে,
গোপন প্রিয়ার দুর্ভেদ্য অন্তরালে
কাকে চায় সম্ভোগে কে জানে ?
তবু প্রেমের নিয়মে-
প্রেমিকের কানে মৃদু বাতাস লাগে'
অজানার ভুল গুননে-
উচ্চারণের প্রেম কিনে ভুল ব্যবসায়ী,
ভুল ব্যবসায় ফুল গুনা যায় সম-নির্ভুল
ঢোল বাজে বিজ্ঞাপনে ওজনে মেপে
উঠতি তরুণ-তরুণী তাল পাকায়;
প্রেম অতঃপর প্রজন্মান্তরে আমূল বদলায়
ভদ্রলোকের  মাজারের পিছনে চলে;
গোপন প্রিয়ার দুর্ভেদ্য খোলস ভাঙ্গে-
জানলার স্বচ্ছ কাঁচ আর কিছু রংবাজ ।
দ্বিধায় দরজা খুলে গেলে প্রেম পালায়
শহর হয়ে গ্রাম ঘুরে তা দেশ ছাড়ে;
সারাদেশ হয়ে উঠে সার্থের মাজার-
চোখ সবার পেছনেই থাকে ।
সাংস্কৃতিক নির্বাচনে মধ্যবিত্ত প্রেমিক
পশ্চাৎ জনপদে নির্বাসিত;
রংবাজের বাড়াবাড়ি চলে বেড়ার বাইরে
প্রেমিকের চোখে চোখ পড়ে প্রিয়ার
ক্ষনিকের উচাটন কেটে যায়;
আর প্রেমিক গগণবিদারী নিঃশব্দে মরে
অতঃপরে মাজারের পিছে পা বাড়ায় ।