কাটবে এবার
রাতের ঘন আঁধার
ফুটবে আবার
ভোরের আলো অপার,
ছড়াবে চিরচেনা
সেই রক্তিম দ্যুতি
দৃষ্টির সীমানা
যেথায় হারায় বিস্মৃতি।
আজ এল সেই সময়
নতুন করে জাগার
প্রথম ভোরের হীরণ ছটায়
স্বপ্নগুলো রাঙার।
এসেছে আজ মায়ের চিঠি
লাল সবুজের খামে
আনতে হবে ছিনিয়ে বিজয়
জীবনের দামে।
ঝেড়ে ফেল মনে জমা
শত জড়তা
পূবাল বাতাস আনছে দেখ
আশার বারতা।
ঘুমের রাজ্যে থেক না আজ
দেখ দুচোখ মেলে
দিগ্বিজয়ী হবার নেশা
লাগল সবার পালে।
ভাঙব সব প্রহেলিকা
বন্ধুর যত পথ
মায়ের চিঠির রাখবই মান
এটাই আমার শপথ।