বাংলার মাটি,বাংলার জল,
বাংলা আমার জান;
এই মাটিতে মিশে আছে-
ত্রিশ লক্ষ প্রাণ৷
৭১'র মুক্তিযুদ্ধ-
হয়েছিলো মাস নয়টি;
সারা জীবন করবে স্মরণ
মানুষ,লক্ষ হাজার কোটি৷
মায়ের কান্না,বোনের কান্না,
কান্নার উঠেছে ঝড়;
চারিদিকে আধার ছেয়েছে আজ
পুনরায় বাংলা স্বাধীন কর৷
মায়ের,বোনের,ভায়ের রক্তে
ভিজেছে এই মাটি;
মনে রাখিস তোরা-
এই বাংলার মাটিই খাঁটি৷৷৷
                            -সজীব সরদার