রাতের ঘুম স্বপ্ন হয়ে গেছ...
এখন আমি আর রাত-
জেগে থাকি সারা রাত।।


মধ্যরাতে ট্রেনগুলো অন্ধকার কাটে, আর,
উল্কার বেগে ছুটে চলে-
জীবন গতির কথা বলে।।


আমি একা নই তবুও আলস।
পড়ে থাকি শহরের এককোণে-
সিগেরেটের ধোয়ায় আঁকিবুকি করি আনমনে।।


মাঝে মাঝে গভীর রএিতে...
ভেসে আসে কুকুরের আর্তনাদ-
আকাশের মাঝে জ্বলে তারা ও চাঁদ।।