আমি যে বিজ্ঞাপন চাইনি তোমার কাছে
চাইনি ওই না বলা অনুভূতিগুলোর জাগতিক প্রচার,
চেয়েছি শুধু সেই নিঃশব্দ সম্মতি
আর নির্ভরতার একটু দীর্ঘশ্বাস।


চাওয়াগুলি বুঝি নিতান্তই অর্থহীন ছিল প্রকিতির কাছে
তাই তো সে উপাহাস করে যাচ্ছে আমায় রাত্রিদিন
আজ আর ঘরের জানালা বেয়ে ভোর নামে না
জানালার গ্রিল বেয়ে টুপ টাপ ঝরে পরে তোমার অভিমান
আমিও আনমনে সেই অভিমান ছুঁয়েই চোখে আঁকি
নতুন দিনের স্বপ্ন
শুন্যে বা মহাশূন্যে ভাস্তে থাকা কিছু ধূসর দিনের স্বপ্ন
গন্তব্যকে বৃত্তে বাঁধাবার সূত্র জেনেও
আজ আমি বৃত্তচ্যুত
বলতে পারো তুমি, কেন ?
মাঝে মাঝে এক-আধবার হৃদয় গলিয়ে
নিজ হাতেই বানাই বৃষ্টি আর মেঘ
ওগুলো নিঃশব্দে প্রজাপতি হয়ে উড়ে যায় আকাশের টানে
আর বুকচাপা যন্ত্রণাগুলো থেকে মুক্তির আনন্দে
বুকভরে টেনে নেই দুঃখ ভুলে থাকার বাতাস.........।


__মৃত্তিকা