আমি কি কেবলই আমি ?
হেনস্তার অনাবৃত ছায়া আমোদে নয়ন জুড়ায়,
পাতকের সন্ধানে অবাক হয়ে দেখি-
পরিত্যক্ত ইচ্ছে দের নিদারুন মৃত্যুমিছিল !


নিরুত্তর বহিদ্র্বারের ওপাশে
এড়িয়ে চলার নিস্তব্ধতা ,
আসলেই কি মানুষ ভুলতে পারে ?
নাকি আত্মম্ভরির অভাবে মুছে ফেলে যোগাযোগ !


বহিঃপ্রকাশে সম্মত অনুভূতিগুলি
থাকতেই হবে অব্যাক্ত লাশ হয়ে !
আর তাহলে জ্বলিয় বাস্পের ঘুরি
কেন ছিঁড়তে পারে না,অদৃশ্য সুতোর বাঁধন ?