পিপাসু প্রত্যাশা পায় না প্রাপ্তি
বিক্ষিপ্ত বিস্বাদে ব্যাকুল প্রাণ,
ছেঁড়া ছাতার বিফল অভিপ্রায়
বৃষ্টির জলে অশ্রু পেয়েছে ত্রাণ।


গভীর রাত উঠেছে দমকা-ঝড়
পুরনো অধ্যায় করে এলোমেলো!
পেতে শাস্তি এত আয়োজন,
অব স্বাদের খোরাক জাগ্রত হলো।


ধনী হয়েছি আজ যন্ত্রণার স্তূপে
আছে গোছা গোছা ক্লেশ,
বহ্নি-সম নিপীড়নে
হৃদ-চর্মবর স্বনিয়াছি বেশ।।