অনুরাগের প্রবাহ,কাল-সমুদ্রে;
আপন কিরণ স্থাপনে অক্ষম,
ব্যার্থতায় বঞ্চিত,কোঁচকানো ললাট,
নয়নতলে কালছাপ,বিষন্নতার লক্ষণ।


আকাঙ্ক্ষা-মহীরুহুর প্রশস্থ ডানা
মৃদু পবন ছুঁয়ে ভাসে,
বিনা বাষ্পে উত্তাল মেঘ,মুহুর্তে;
সবুজতা বিলীন বর্জ-পাত গ্রাসে।


কন-কনে ঠান্ডায় কাঁপছে বুক,
গায়ে মোটা চাদর,হাসিভরা মুখ-
ক্লেশ-র ঢেউ মুহূর্মুহ পড়ছে আঁচড়ে,
তবু সবাই জানুক মনে আছে সুখ!


কলুষিত মন বড় নির্জন,
তবু তুমি বিদ্যমান!
স্বচ্ছ এপ্রাণ,চাহিদা অনড়,
তবেইতো প্রেম মহান।,