কখনো নয়নে মেলাওনি নয়ন,
       নাহি হৃদয়ে হৃদয়।
  প্রাণহীন বিঁধানো আঁশ,
  বিশ্বাস দলেছ বোধ হয়।


রচিত হতে হতে অন্ধ-সম্ভাবনা
চঞ্চলতায় রৌদ্র-দগ্ধ দিন,
প্রত্যঙ্গ নিংড়ানো অনুরাগ-
       রাতে তন্দ্রা বিলীন।


দীর্ঘ দহনে প্লাবিত বুক-
নিরেট শূন্যতা নিয়ে রাস্তায়,
মুঠি ভরা স্মৃতি চলতে অক্ষম
সঞ্চিত বঞ্চনা হোঁচট খায়।


ক্লেশের জন্মদাতা,ধাত্রী নও!
সয়ে যেতে হয় যত ক্ষয়।
প্রাসাদে চারাগাছ তোমার!
অগ্নি-স্রোতে স্বপ্নের প্রলয়।।