কহিবার কত শত রহিয়াছে মনে
প্রকাশে নয় চঞ্চল,সহিবে গোপনে
শুনিবার প্রয়াসেতে করি কোলাহল
না পেয়ে প্রাপ্তি,দৃঢ় প্রাণ তবু দুর্বল ।


স্থূলকায় শুস্ক-বদন,কিরণ বহুদূর হাঁটিতেছি দিশাহীন,হারিয়েছি সুর--
ঘন অন্ধকারেও ব্যাস্ত,রাস্তা খোঁজায়
কুঁজো ঘাড়,ক্লেশ,শির-বোঝায় ।


ক্লান্ত প্রাণ ,মনে ক্ষত-বিক্ষত চিহ্ন
মোস্তানও কুপোকাত,আঘাত যে ভিন্ন
খুলিয়াছি লিপি,স্মৃতি চারনার তরে
নিস্তব্ধতায় ভরাবুক,চোখে জল ভরে


বারবার গলিপার, বুঝলোনা কেউ
ভোলাবাসি কখনো জানবেনা সেও।