মধ্য বৃত্তের হারিকাঠে মাথা তোমার
অন্ধকারে আছন্ন জীবন
কারোও সোনার মোড়া আলোর কিরণকে
তোমার অন্ধকারে ঢাকা ভুল।


আনসূচনায় প্লাবিত বুক-পাতা ক্লেশ
শীতল প্রবাহে অতীতের সন্ধানে
জর্জরিত কণ্ঠে অনুভূতি প্রাণহারা


তবু সে মমতায় মায়াময়
যত ত্রুটি অনায়াসে ক্ষমাপায়
কত বিশ্বাদে যে তোলপাড়
প্রত্যাখানের দম্ভ শায়িত জানাজায়।


স্বপ্নের প্রলয়ে সংযত করো,
ভালোবাসি মনে রেখে
ভালো থেকো এটা বলো।