কখনও বার্তা-বাষ্পে মেঘ জমে মনে
             বৃষ্টি হয়ে ঝাড়ি,
কখন বা ফুলের সুবাসে ভরে যায় মন
         সুখের আবেশে জড়ি ।


বিধ্বংসী স্রোতে নিশ্চিহ্ন সর্বস্ব
তবু প্রাণ - প্রণে  আছি অভিন্ন,
কি হবে জেনে হয়তো বা সুখে--
     আমি যে অন্তঃসারশূন্য !


নিরুত্তর প্রশ্নের অনবদ্য জালে
জুতয় আছে কাঁকর,হাঁটছি বাঁচার তালে
স্বপ্ন-কুঁড়ি গড়িয়ে পড়ে, ইচ্ছেরা হয় দগ্ধ,
অসহ‍্যের সীমানায় ভূয়োদর্শন  করি লব্ধ।